মেহেরপুরের
বামুন্দী বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট শাখায় সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা রাতের আঁধারে ব্যাংকের গ্রিল ও ভল্ট কেটে
৮ লাখ ১০ হাজার টাকা
চুরি করেছে। এ সময় চোরেরা
ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ডিভিয়ারও খুলে নিয়ে গেছে।
গতকাল (৩
মার্চ) দিবাগত
রাতে এই চুরির ঘটনা
ঘটে। ব্যাংকের পেছন দিকের গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে টাকা চুরি করে। খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গাংনী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ইসলামী ব্যাংকের বামন্দী এজেন্ট শাখার তৃতীয় তলায় নজরুল টাওয়ারে এই চুরি হয়েছে।
ব্যাংকের
শাখা ব্যবস্থাপক হামিদুর রহমান কাজল বলেন, "সোমবার ব্যাংক বন্ধ করার পর ৮ লাখ
১০ হাজার টাকা ব্যাংকের ভল্টে রেখে কর্মকর্তারা চলে যান। মঙ্গলবার সকালে ব্যাংকের ক্যাশিয়ার এসে দেখতে পান জানালার গ্রিল কাটা এবং ভল্টে টাকা নেই। তাছাড়া সিসিটিভি ক্যামেরার ডিভিয়ারও নিয়ে গেছে চোরেরা।"
এ
ঘটনায় ব্যাংকটির সকল কার্যক্রম মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।