× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অ্যাটর্নি জেনারেল

মুক্তিযোদ্ধাদের বয়স নিয়ে হাইকোর্টের রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

ডেস্ক রিপোর্ট

০৪ মার্চ ২০২৫, ১৬:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

১৯৭১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স ১২ বছর মাস নির্ধারণ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংশোধিত পরিপত্রকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আজ ( মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে মুক্তিযোদ্ধাদের বয়স নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির সময় তিনি মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এই রায়ে মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং শেখ মুজিবকে গ্লোরিফাই করা হয়েছে, অথচ বাস্তবতা ভিন্ন।

এরপর, আপিল বিভাগ মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স নির্ধারণ বিষয়ে ফের আপিল শুনানির জন্য ১২ মার্চ দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৯ মে হাইকোর্ট মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স ১২ বছর মাস নির্ধারণ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংশোধিত পরিপত্রকে অবৈধ ঘোষণা করেন। আদালত তখন বলেছিলেন, ‘শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কোথাও মুক্তিযোদ্ধাদের বয়সের ফ্রেমে বাঁধা যায় না।

রায় ঘোষণা করেন বিচারপতি শেখ হাসান আরিফ বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ। পরে এই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.