× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিতর্কের মুখে স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিল

ডেস্ক রিপোর্ট

০৪ মার্চ ২০২৫, ১৭:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিতর্কের মুখে, ২০২৪ সালের জুলাই মাসের অভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সদস্যদের জন্য সরকারি বিদ্যালয়ে শতাংশ কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন আদেশ অনুযায়ী, কোটা বাতিল করে প্রতিটি শ্রেণিতে একটি করে অতিরিক্ত আসন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল (৩ মার্চ) মন্ত্রণালয় আগের আদেশ বাতিল করে নতুন একটি আদেশ জারি করেছে। আজ ( মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব (মাধ্যমিক-) মোসাম্মৎ রহিমা আক্তার।

নতুন আদেশে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে বহু ছাত্র-জনতা আহত শহীদ হয়েছেন। তাদের পরিবারের সদস্যদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত পূর্বে ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জারি করা আদেশ বাতিল করে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়, জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানে আহত বা শহীদ পরিবারের সদস্যদের জন্য লটারির মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নির্ধারিত আসনের অতিরিক্ত একটি আসন সংরক্ষিত থাকবে প্রতিটি শ্রেণিতে। আবেদনকারীরা প্রমাণপত্র/গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এবং ভর্তি প্রক্রিয়া চলাকালে মূল কপি প্রদর্শন করতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট গেজেট যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এছাড়া, যদি ওই পরিবারের সদস্যদের আসন পাওয়া না যায়, তবে মেধা তালিকা অনুযায়ী ভর্তি করতে হবে এবং কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না।

এর আগে মার্চ, ২০ ফেব্রুয়ারি স্মারক অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য শতাংশ কোটা সংরক্ষণের আদেশ দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে বাতিল করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.