অন্তর্বর্তী
সরকারের উপদেষ্টা পরিষদে নতুন সদস্য হিসেবে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. সি আর
আবরার। আজ (৪ মার্চ) প্রধান
উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এ
তথ্য জানান।
প্রেস
সচিব জানান, আগামীকাল (৫ মার্চ) বেলা
১১টায় শপথ নেবেন অধ্যাপক সি আর আবরার।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন এবং বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তার লেখালেখি ও একটিভিজম রয়েছে।
আশা করা হচ্ছে, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
বর্তমানে
শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা
হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
গত
৮ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ
ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরবর্তীতে কয়েক দফায় নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। বর্তমানে প্রধান উপদেষ্টা সহ সরকারের উপদেষ্টার
সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে।