× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ- সৈয়দা রিজওয়ানা হাসান

ডেস্ক রিপোর্ট

০৪ মার্চ ২০২৫, ১৮:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উপদেষ্টা পরিষদের গৃহীত ১৩৫টি সিদ্ধান্তের মধ্যে ৯২টি বাস্তবায়িত হয়েছে, যা মোট ৬৮.১৬ শতাংশ। তিনি এই সাফল্যকে "বেশ ভাল" হিসেবে মন্তব্য করেন। আজ ( মার্চ) বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সময় চিকিৎসক নিয়োগের বিষয়ে তিনি বলেন, পিএসসির মাধ্যমে ,৪৯৩ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। এছাড়াও, অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো গ্রামাঞ্চলের মানুষের জন্য পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করা।

জ্বালানি আমদানি বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে দুইটি দেশ থেকে এলএনজি (প্রাকৃতিক গ্যাস) আমদানি করছে। সম্প্রতি, বাণিজ্য উপদেষ্টা সৌদি আরবে গিয়ে আড়াঙ্কো নামে একটি বড় কোম্পানির সঙ্গে আলোচনা করেছেন, যেখানে বাংলাদেশের জন্য কম দামে এলএনজি সরবরাহের বিষয়টি নিশ্চিত হয়েছে।

সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এবং সহকারী প্রেস সচিব শুচিস্মিতা তিথি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.