কক্সবাজারে
আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ মাসিক খাবারের বরাদ্দ (রেশন) অর্ধেকের বেশি কমানোর পরিকল্পনা করছে। আগামী এপ্রিল মাস থেকে সাড়ে ১২ ডলার থেকে
৬ ডলারে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল (৫
মার্চ) জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) লিখিতভাবে এই কমানোর পরিকল্পনার
কথা বাংলাদেশকে জানিয়েছে। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার
মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত
করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার ডব্লিউএফপি
মৌখিকভাবে রোহিঙ্গাদের জন্য রেশন কমানোর বিষয়ে জানায় এবং আজ (বুধবার) সংস্থাটি চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। ফলে আগামী ১ এপ্রিল থেকে
রোহিঙ্গারা মাথাপিছু সাড়ে ১২ ডলার রেশন
পরিবর্তে ৬ ডলার পাবেন।
তহবিলের
ঘাটতির কারণে রোহিঙ্গাদের রেশন কমানোর পদক্ষেপ নিয়েছে ডব্লিউএফপি। মিজানুর রহমান বলেন, চিঠিতে সংস্থাটি জানিয়েছে যে, তারা রোহিঙ্গাদের জন্য প্রতি মাসে সাড়ে ১২ ডলার বরাদ্দ
রাখার চেষ্টা করছিল, তবে দাতা খুঁজে পেতে ব্যর্থ হয়েছে।
কূটনৈতিক
সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) কর্তৃক তহবিল বাতিলের নেতিবাচক প্রভাব পড়েছে রোহিঙ্গাদের ওপর। কারণ, কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডব্লিউএফপির অর্থসহায়তার প্রায় ৮০% আসে যুক্তরাষ্ট্র থেকে। তবে, ২০ জানুয়ারি থেকে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএআইডির তহবিল বন্ধের ঘোষণা দেন, যার ফলে ডব্লিউএফপি তহবিল সংকটে পড়েছে।