× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর এখতিয়ার নেই’

ডেস্ক রিপোর্ট

০৬ মার্চ ২০২৫, ১৬:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ কোনো অভিযান পরিচালনা করার এখতিয়ার রাখে না , মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ ( মার্চ) দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

মব জাস্টিসের ঘটনা নিয়ে তিনি বলেন, "মব জাস্টিস কখনোই গ্রহণযোগ্য নয়। বাসা-বাড়িতে ঢুকে হামলা, বিশেষ করে বিদেশিদের ওপর হামলার ঘটনা বাড়ছে। ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের আইনের আওতায় আনা হচ্ছে। পুলিশও আক্রান্ত হচ্ছে, সুতরাং জনগণকে সচেতন করতে হবে, কারণ উচ্ছৃঙ্খল আচরণ সমস্যার সৃষ্টি করতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় নিয়ন্ত্রণে থাকতে পারে না, তাই গণমাধ্যমের মাধ্যমে জনগণকে সঠিক বার্তা দেওয়ার দায়িত্ব রয়েছে।"

তিনি আরও বলেন, "মব জাস্টিসের ঘটনা যেন পুনরায় না ঘটে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।"

বাসা-বাড়িতে অভিযান চালিয়ে লুটপাটের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযানের এখতিয়ার কারও নেই।"

সড়কে গাছ ফেলে ডাকাতি সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, "ডাকাতি যাতে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাইওয়েতে বিশেষত ঢাকা থেকে রাজশাহী টাঙ্গাইলে ডাকাতির সংখ্যা বেশি, তাই ওই এলাকার আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তারা আগের তুলনায় অনেক তৎপর রয়েছে।"

ঈদে চাঁদাবাজি ছিনতাইয়ের বিষয়েও তিনি বলেন, "ঈদে চাঁদাবাজি ছিনতাই রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছিনতাইবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।"

এছাড়া, ট্যুরিস্ট পুলিশ সম্পর্কে তিনি বলেন, "তাদের জনবল যানবাহনের ঘাটতি রয়েছে, কিন্তু তারা সঠিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের দেশে ট্যুরিস্ট পুলিশ আরও সক্রিয় হলে বিদেশি পর্যটকরা দেশে আসবেন, যা অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.