রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ ১৪ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তাদেরকে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। কলাবাগান থানার ওসি মুক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, তাদের বিরুদ্ধে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদমর্যাদার ১৪ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আরও ৬-৭ জন পলাতক রয়েছে। তারা কলাবাগান লেক সার্কাসের রাসেল স্কয়ারস্থ শেখ কবির নামক একজন ব্যক্তির অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এ সময় তাদের কাছে কিছু টাকাও পাওয়া যায়।
গ্রেফতারকৃতদের ভাষ্যমতে, তারা ভুলবশত ওই অফিসটিকে আওয়ামী লীগের অফিস ভেবে সেখানে ঢুকেছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।