× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৯০ দিনের মধ্যে সকল ধর্ষণ মামলার বিচার করতে হবে- আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

০৯ মার্চ ২০২৫, ১৫:৫২ পিএম । আপডেটঃ ০৯ মার্চ ২০২৫, ১৯:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

আইন, বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা . আসিফ নজরুল জানিয়েছেন, ধর্ষণের মামলার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।

আজ ( মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি কথা জানান।

উপদেষ্টা . আসিফ নজরুল বলেন, "ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তাকে তদন্ত কাজ শেষ করতে হবে।"

তিনি আরও বলেন, "আমরা কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি। মাগুরায় আছিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।"

"সরকার নারী নির্যাতন আইন পরিবর্তন করছে, যাতে দ্রুত বিচার নিশ্চিত করা যায়। গত কয়েকদিনে যেসব মব জাস্টিস এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটেছে, সে বিষয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এসব ঘটনা সরকার মনিটর করছে। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে, কোনো অপরাধী বিচারের বাইরে থাকবে না।"

উপদেষ্টা আরও বলেন, "নারীর বিরুদ্ধে সহিংসতা দমনে সরকার সাম্প্রতিক সময়ে সংঘটিত সব ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তি কল্পে নিয়মিত পর্যালোচনায় আনছে। রাস্তাঘাটে যৌন নিপীড়ন হয়রানি বন্ধ করতে পুলিশ দ্রুত আলাদা হটলাইন চালু করবে।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.