× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মব ভায়োলেন্স সৃষ্টিকারী সকল পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে- মাহফুজ আলম

ডেস্ক রিপোর্ট

০৯ মার্চ ২০২৫, ১৯:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গত সাত-আট মাসে যাদের দ্বারা মব ভায়োল্যান্স ঘটানো হয়েছে, তাদের সকলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। আজ ( মার্চ) আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “সবকিছুরই গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে; অপরাধীদের দ্রুত গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।তিনি আরও জানান, যৌন নিপীড়নের অভিযোগ জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি হটলাইন চালু করা হচ্ছে, এবং ধর্ষণের ঘটনা প্রতিরোধে আইন মন্ত্রণালয় একটি মনিটরিং সেল গঠন করেছে।

তিনি বলেন, “ধর্ষণ, নারী নিপীড়ন বা মব ভায়োল্যান্স যাই হোক না কেন, সব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এখানে তাদের ধর্মীয় বা অন্য কোনো পরিচয় বিবেচনা করা হবে না।তথ্য উপদেষ্টা আরও জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এসব বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

থানায় গিয়ে মব সৃষ্টির বিষয়ে তিনি বলেন, “অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যতগুলো জটিলতা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, এখন থেকে এসব ঘটনায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.