আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলায় জামিন পাওয়ার অধিকার থাকবে না।
আজ (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, “ধর্ষণ মামলায় যদি ৯০ দিনের মধ্যে বিচার না হয়, তবে এই মামলায় কাউকে জামিন দেওয়া যাবে না। আগে ১৮০ দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত, কিন্তু এখন থেকে ধর্ষণ মামলার ক্ষেত্রে জামিন প্রদান করা হবে না।”
তিনি আরও জানান, “ধর্ষণের মামলায় যদি কোনো রকমের গাফলতি থাকে, তবে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার জন্য সুনির্দিষ্ট আইন সংযোজন করা হবে।”
এছাড়া, ডিএনএ সার্টিফিকেটের বিষয়টি নিয়ে তিনি বলেন, “দেশের সব জায়গায় ডিএনএ সার্টিফিকেট দেওয়ার সুবিধা নেই, যার ফলে ধর্ষণ মামলার বিচার দেরি হয়ে যেত। এজন্য স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে সংশোধনী আনা হবে, যাতে উপযুক্ত ক্ষেত্রে বিচারক শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেট দিয়েই মামলার বিচার ও তদন্ত চালাতে পারেন।”