× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

১০ মার্চ ২০২৫, ১০:৪৬ এএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানী ঢাকার বনানী এলাকার চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী পোশাকশ্রমিক। নিহতের নাম মিনারা আক্তার এবং আহত সুমাইয়া আক্তার। সুমাইয়াকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (১০ মার্চ) সকাল ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাস্তা পারাপারের সময় ওই পোশাকশ্রমিক দুর্ঘটনায় মারা যান। দুর্ঘটনার পর থেকে পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন।

বিক্ষোভের কারণে বনানী, মহাখালী গুলশান এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এতে বনানী এক্সপ্রেসওয়ে এবং গুলশান এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আন্দোলনে অংশ নেয়া শ্রমিকরা দুইটি গার্মেন্টসের কর্মী।

বিষয়ে ডিএমপি ট্রাফিকের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফুদুল ইসলাম জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। তবে যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য গাড়ি ডাইভারশন করা হচ্ছে। কিছু গাড়ি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে, কিছু গাড়ি রামপুরা রোড এবং প্রগতি সরণি দিয়ে চালানো হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.