রাজধানীর মহাখালী-বনানী
সড়কে
যান
চলাচল
ধীরে
ধীরে
স্বাভাবিক হতে
শুরু
করেছে।
আজ
(১০
মার্চ)
ভোরে
চেয়ারম্যান বাড়ি
ইউটার্ন ইনকামিং এলাকায়
এক
নারী
পোশাকশ্রমিক সড়ক
দুর্ঘটনায় নিহত
হন।
এই
ঘটনায়
ক্ষুব্ধ শ্রমিকরা সকাল
থেকে
সড়ক
অবরোধ
করে
বিক্ষোভ করেন,
যা
প্রায়
সাত
ঘণ্টা
ধরে
চলেছিল। পরবর্তীতে দুপুর
১:৩০ টার দিকে
তারা
সড়ক
থেকে
সরে
গেলে
যান
চলাচল
পুনরায়
স্বাভাবিক হতে
শুরু
করে।
দুর্ঘটনার পরপরই
গার্মেন্টস শ্রমিকরা মহাখালী-বনানী
সড়ক
অবরোধ
করেন
এবং
ইনকামিং ও
আউটগোইং উভয়
দিকের
রাস্তা
বন্ধ
করে
দেন।
এতে
বনানী,
মহাখালী, গুলশানসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যাপক
যানজট
সৃষ্টি
হয়।
এমনকি
এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরেও
যান
চলাচল
বন্ধ
হয়ে
যায়।
এর
ফলে
অফিসগামী যাত্রীরা চরম
দুর্ভোগে পড়েন,
অনেকেই
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার
পর
ঘণ্টা
ট্রাফিক জ্যামে
আটকে
থাকার
অভিজ্ঞতা শেয়ার
করেন,
এবং
কেউ
কেউ
বাধ্য
হয়ে
পায়ে
হেঁটে
গন্তব্যে পৌঁছান।
বিক্ষোভ প্রত্যাহারের পর
ধীরে
ধীরে
যান
চলাচল
স্বাভাবিক হতে
শুরু
করে,
তবে
দীর্ঘ
সময়
যান
চলাচল
বন্ধ
থাকার
কারণে
মহাখালী ও
আশপাশের এলাকায়
যানজটের রেশ
রয়ে
গেছে।
ট্রাফিক বিভাগ
জানিয়েছে, পুরোপুরি স্বাভাবিক হতে
কিছুটা
সময়
লাগবে।
বনানী
থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো.
রাসেল
সরোয়ার
বলেন,
‘সকাল
থেকে
শ্রমিকরা সড়ক
অবরোধ
করায়
পুরো
এলাকায়
যান
চলাচল
বন্ধ
ছিল।
আমরা
শ্রমিকদের সঙ্গে
আলোচনা
করে
পরিস্থিতি শান্ত
করেছি,
এখন
ধীরে
ধীরে
যানবাহন চলাচল
স্বাভাবিক হচ্ছে।’
ডিএমপির গুলশান
ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)
মো.
মফুদুল
ইসলাম
বলেন,
‘গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে
মহাখালী-বনানী
সড়কে
যানজট
তৈরি
হয়েছিল,
তবে
বিকল্প
রুট
চালু
রেখে
আমরা
যান
চলাচল
স্বাভাবিক রাখার
চেষ্টা
করেছি।
শ্রমিকরা অবরোধ
তুলে
নেওয়ায়
এখন
পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।’