× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট

১০ মার্চ ২০২৫, ১৫:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। আজ (১০ মার্চ) তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

নিজে এই তথ্য নিশ্চিত করে অধ্যাপক এম আমিনুল ইসলাম বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, "প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছিল পদত্যাগ করতে, তাই আজ দুপুর ২টার দিকে আমি আমার পিএসের মাধ্যমে পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে সচিবের কাছে পাঠিয়েছি।"

গত প্রায় সাত মাসে একাধিকবার উপদেষ্টা পরিষদে রদবদল নতুন নিয়োগ করা হয়েছে। বর্তমানে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারে ২৩ জন উপদেষ্টা রয়েছেন। এর মধ্যে, গত বুধবার অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সিআর আবরার) উপদেষ্টা হিসেবে শপথ নেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, শিক্ষা পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এখন কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

এছাড়া, গত নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিন জন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এদের মধ্যে একজন ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম, যিনি শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সহায়তা করছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.