ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন আবেদন করার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (১০
মার্চ) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই বিষয়টি জানান।
সচিব
বলেন, নিবন্ধন আবেদন আহ্বান করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তিনি জানান, নিবন্ধন আবেদন ২০ এপ্রিল পর্যন্ত
করা যাবে এবং আগের আইন অনুযায়ী নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন করা যাবে।
গণবিজ্ঞপ্তিতে
ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০(ক) এর অধীনে
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন
করতে ইচ্ছুক দলগুলোকে নির্বাচনি কমিশনের নির্দেশিকা অনুযায়ী বিধিমালায় সংযোজিত ফরম-১ পূর্ণ করে
২০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।
নতুন
রাজনৈতিক দলগুলো নিবন্ধন পেতে হলে তাদের তিনটি শর্তের যেকোনো একটি পূরণ করতে হবে। শর্তগুলো হলো:
১.
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অনুষ্ঠিত
সংসদ নির্বাচনে কোনো একটিতে দলীয় প্রতীক নিয়ে কমপক্ষে একটি আসন লাভের প্রমাণ।
২.
কোনো এক সংসদ নির্বাচনে
নির্বাচনে অংশগ্রহণ করে মোট ভোটের ৫ শতাংশ ভোট
লাভের প্রমাণ।
৩.
দলের কেন্দ্রীয় কমিটিসহ সক্রিয় জেলা ও উপজেলা দপ্তর
এবং সদস্যভুক্ত ভোটারদের তালিকা।
এছাড়া,
নিবন্ধন আবেদন করতে হলে দলটির গঠনতন্ত্র, নির্বাচনি ইশতেহার, বিধিমালা, লোগো, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, তহবিলের উৎস, এবং নিবন্ধন ফি বাবদ পাঁচ
হাজার টাকা জমা দিতে হবে।
এ
পর্যন্ত, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাঁচটি দল
ইসির নিবন্ধন পেয়েছে: আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এছাড়া, বিজ্ঞপ্তি জারির আগেই নতুন ১৩টি দল ইসিতে নিবন্ধন
আবেদন করেছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৯টি।