× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দ্রুতবিচার ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা নিষ্পত্তির দাবি

ডেস্ক রিপোর্ট

১০ মার্চ ২০২৫, ১৬:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

সম্মিলিত নারী প্রয়াস দ্রুতবিচার ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা নিষ্পত্তির দাবি জানিয়েছে। আজ (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি করা হয়। 

বক্তব্যে সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি প্রফেসর ড. শামীমা তাসনীম বলেন, "যুগ যুগ ধরে আমরা দেখে এসেছি, ধর্ষণের ঘটনায় অনেক সময় আলামত নষ্ট করা হয়েছে এবং রাজনৈতিক দলের প্রভাবে ধর্ষকরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। অনেক সময় থানায় মামলাও গ্রহণ করা হয়নি। যদিও ধর্ষক আইনের আওতায় আসলেও, তাকে কোনো এমপির আত্মীয় পরিচয়ে বা রাজনৈতিক প্রভাবে পেছনের দরজা দিয়ে ছাড় দেওয়া হয়েছে।"

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, "আপনি শান্তিতে নোবেল পেয়েছেন, তার প্রমাণ আবার দিতে হবে। আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশকে আমরা কলঙ্কিত হতে দেব না।"

সংগঠনের সেক্রেটারি ড. ফেরদৌস আরা বকুল বলেন, "আজকাল একটি পরিবারেও শিশু নিরাপদ নয়। আমাদের মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে একজন নারী ঘরে এবং বাইরে সমান নিরাপদ বোধ করবেন। আওয়ামী লীগের নৈতিকতাবিহীন শিক্ষা ব্যবস্থায় মানুষের নৈতিকতার বিলুপ্তি ঘটেছে, যার কারণে সমাজে অপরাধ প্রবণতা বেড়েছে।"

মানববন্ধনে উপস্থিত ছিলেন সম্মিলিত নারী প্রয়াসের সহ-সভাপতি ডা. শাহীন আরা আনওয়ারী, সহকারী সেক্রেটারি সাহেল মুস্তারি, ইঞ্জিনিয়ার নিয়ামা ইসলাম প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.