ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানার ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
আজ (১১ মার্চ) ঢাকা
মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির
হোসেন গালিবের আদালত এ আদেশ প্রদান
করেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা তাদের অস্থাবর সম্পত্তি স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা
করছেন, যা অনুসন্ধানে জানা
গেছে। এই কারণে, অ্যাকাউন্টগুলো
অবরুদ্ধ করা জরুরি বলে মনে করছে দুদক।
শেখ হাসিনা ও তার পরিবারের
সদস্যদের ১২৪টি অ্যাকাউন্টে মোট ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা
অবরুদ্ধ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল প্রধান
উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে মানিলন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত সভায় বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে।
এছাড়া, শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধসদনসহ সাতটি প্লট ও ফ্ল্যাট জব্দ
করা হয়েছে। শেখ রেহানার সেগুনবাগিচার একটি ফ্ল্যাট, টিউলিপের গুলশানে একটি ফ্ল্যাট এবং পরিবারের বনানী এলাকার ৪টি ফ্ল্যাটও জব্দ করেছে দুদক।
এছাড়াও, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি), শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।