× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানুষের কল্যানমুখী প্রকল্পে জোর দেয়ার তাগিদ পরিকল্পনামন্ত্রীর

২৬ মার্চ ২০২২, ০২:৫৫ এএম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘যে প্রকল্পে মানুষের কল্যাণ বেশি, সেই সব কাজে বেশি গুরুত্ব দেবেন। সাধারণ মানুষ, নিম্নআয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক-মজুরদের কল্যাণমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘আমরা দেশের জন্য কাজগুলো করছি। হাতে যে কাজগুলো আছে, তা করবো। সব কাজ সমান গুরুত্বের সঙ্গে করতে হবে। আমরা এখনো সেভাবে স্বাস্থ্যসেবা-নিরাপদ পানি দিতে পারিনি। এসব সংশ্লিষ্ট প্রকল্প দ্রুত সম্পন্ন করবেন।’

শনিবার (২৬ মার্চ) পরিকল্পনা মন্ত্রণালয়ের শহীদ মিনার চত্ত্বরে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় অংশ নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ নির্দেশনা দেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে এম এ মান্নান বলেন, ‘পরিকল্পনা কমিশনে কাজ করে আমি তৃপ্তি পাই। কারণ এখানে সবাই দেশের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করেন। দেশের সব উন্নয়নে এ মন্ত্রণালয় মূখ্য ভূমিকা পালন করে।’

মন্ত্রী বলেন, ‘স্বাধীনতা একজন লোকের কারণেই এসেছে। তিনি (বঙ্গবন্ধু) যে সাহস নিয়ে বলেছিলেন আমাদের ঠকানো হচ্ছে, এটা আর কেউ বলতে পারেননি। অনেকে আলীগড়, অক্সফোর্ড, ক্যামব্রিজ থেকে ডিগ্রি নিয়েছেন। অনেক গুণীজন এ দেশে এসেছেন। তারা স্বাধীনতা অর্জন করতে পারেননি। একজন সাধারণ পরিবারের মানুষ তা পেরেছেন। যে মানুষের কাজই ছিল দেশের সব মানুষকে নিজের মানুষ হিসেবে গ্রহণ করা। সেই মানুষটি হচ্ছে আমাদের অতি আপনজন বঙ্গবন্ধু।’

তিনি বলন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বই স্বাধীনতা অর্জনের মূলমন্ত্র। বঙ্গবন্ধুকে স্মরণ করতে হবে মাথা উঁচু করে কাজ করে। বাংলাদেশ ও বঙ্গবন্ধু পৃথক কিছু নয়, একই সুতোয় গাঁথা। জাতির পিতাকে স্মরণ করতে হবে দেশের জন্য কাজ করে।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সচিব ড. শাহনাজ আরেফিন, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশীদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক (ডিজি) ড. বিনায়ক সেন প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.