× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুলিশের ওপর হামলার প্রতিবাদ

মধ্যরাতে লাকী আক্তারসহ ‘দোসরদের' গ্রেপ্তার দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট

১২ মার্চ ২০২৫, ১০:৪৩ এএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে বাম ছাত্রসংগঠন নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে এবং ছাত্র ইউনিয়ন নেত্রী গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তারসহ ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ (১২ মার্চ) দিবাগত রাত ১টায় শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে এসে শেষ হয়। সময় তারা ২৪ ঘণ্টার মধ্যে লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবি জানান।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরাওয়ান টু থ্রি ফোর, শাহবাগ নো মোর, তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা, আমার ভাই কবরে, লাকি কেন বাহিরে, আমার সোনার বাংলায় শাহবাগের ঠাঁই নাই, শাহবাগ না জাস্টিস, জাস্টিস জাস্টিস, সারা বাংলায় খবর দে, শাহবাগের কবর দে, শাহবাগী হামলা করে, ইন্টেরিম কি করে’—ইত্যাদি স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, "২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল, তারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। পুলিশ শান্তিপূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করলেও শাহবাগীরা হামলা করেছে। আমরা বেঁচে থাকতে শাহবাগীদের স্থান বাংলাদেশে হবে না।"

বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, "শাহবাগীরা দেশের আইন-শৃঙ্খলাকে বিনষ্ট করতে পুলিশের ওপর হামলা করেছে। অতি দ্রুত লাকী আক্তারসহ সবাইকে গ্রেপ্তার করতে হবে।"

উপদেষ্টাদের উদ্দেশে তিনি আরও বলেন, "হাসিনা থেকে শিক্ষা নেন, না হলে আর একটি গণঅভ্যুত্থান দেখতে পাবেন।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.