ছবিঃ সংগৃহীত।
হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভুঁইয়া হত্যার মূল কারণ ছিল ধর্ষণচেষ্টা। পুলিশ তদন্তের পর এই তথ্য জানিয়েছে।
পুলিশের
ভাষ্যমতে, নাজিম হোসেন ও রুপা বেগম
দম্পতিকে চাকরির প্রলোভন দেখিয়ে সাইফুর রহমান তার বাসায় নিয়ে যান। সেখানে তিনি রুপা বেগমের সঙ্গে অসদাচরণ করেন এবং নাজিমের অনুপস্থিতিতে আপত্তিকর আচরণ ও স্পর্শকাতর স্থানে
হাত দিতেন।
সর্বশেষ
গত রোববার (৯ মার্চ) রাতে
সাইফুর রহমান রুপাকে ধর্ষণচেষ্টা করেন। এ সময় নাজিম
প্রতিবাদ করলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে নাজিম
বঁটি দিয়ে সাইফুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে ১১ মার্চ ফরিদপুর
রেলস্টেশন এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার
করে পুলিশ।
গ্রেপ্তারকৃত
নাজিম হোসেন (২১) ও রুপা বেগম
ওরফে জান্নাতি (২৩) এর কাছ থেকে
দুটি মোবাইল ফোন, একটি চাবির রিং ও একটি ব্যাংকের
ভিসা কার্ড উদ্ধার করা হয়েছে।
এর
আগে, নিহতের ফ্ল্যাট থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো বঁটি, একটি ধারালো চাকু, রক্তমাখা জামাকাপড় এবং বিছানার চাদর জব্দ করা হয়।
আজ
(১২ মার্চ) দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার
(ডিসি) মো. মহিদুল ইসলাম।
ঘটনার
বিস্তারিত বর্ণনা দিয়ে তিনি বলেন, গত ১০ মার্চ
রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভুঁইয়া উত্তরখান থানার পুরানপাড়া বাতান এলাকার একটি ছয়তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে খুন হন। এ ঘটনায় তার
ছোট ভাই মোহাম্মদ লুৎফর রহমান ভুঁইয়া বাদী হয়ে উত্তরখান থানায় ১১ মার্চ একটি
মামলা দায়ের করেন।
মামলার
এজাহারে নিহতের ভাই উল্লেখ করেন, সাইফুর রহমান উত্তরখানের পুরানপাড়া বাতান এলাকায় তার স্ত্রীর পৈতৃক আড়াই শতক জমিতে বাড়ি নির্মাণের জন্য গত ৩-৪
মাস ধরে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
গ্রেপ্তার
দম্পতিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে উত্তরা ডিসি মহিদুল ইসলাম জানান, রমজানের আগের দিন কমলাপুর রেলস্টেশনে সাইফুর রহমান ভুঁইয়ার সঙ্গে নাজিম হোসেন ও রুপা বেগমের
পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে সাইফুর রহমান দম্পতিকে তার ফ্ল্যাটে নিয়ে আসেন। এক পর্যায়ে সাইফুর
রহমান রুপাকে ফ্ল্যাটে আটকে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন
শুরু করেন। হত্যাকাণ্ডের রাতে নিহত সাইফুর রহমান এবং নাজিম ও রুপা একই
বিছানায় ছিলেন।
ডিসি
মহিদুল ইসলাম আরও বলেন, সেই রাতে নাজিম ঘুমিয়ে পড়লে সাইফুর রহমান রুপাকে ধর্ষণচেষ্টা করেন। এক পর্যায়ে নাজিম
ঘুম থেকে জেগে রান্নাঘর থেকে বঁটি এনে সাইফুর রহমানকে উপর্যুপরি কোপাতে থাকেন। অতিরিক্ত রক্তক্ষরণে সাইফুর রহমানের মৃত্যু হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh