প্রধান
উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশের ওপর হামলা করে ‘মব সৃষ্টিকারী' লাকী
আক্তারসহ অন্যান্যদের ‘দেশদ্রোহী সেবাদাস' হিসেবে উল্লেখ করে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তারা জানিয়েছেন, লাকী আক্তার ও তার সহযোগীদের
গ্রেপ্তার না হওয়া পর্যন্ত
এই অবস্থান কর্মসূচি চলবে।
আজ
(১২ মার্চ) বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চ এই অবস্থান কর্মসূচি
শুরু করে। সরেজমিনে দেখা যায়, জুলাই জনতার মানববন্ধন শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নিয়েছেন। তারা জানান, লাকী আক্তার এবং তার সহযোগীরা যারা পুলিশের ওপর হামলায় জড়িত ছিলেন, তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত
তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
এ
সময় তারা বিভিন্ন স্লোগান দেন, যেমন- "শাহবাগ না বাংলাদেশ, বাংলাদেশ
বাংলাদেশ",
"শ তে শাহবাগী, তুই
হাসিনা তুই হাসিনা", "ল তে লাকী
আক্তার, তুই হাসিনা তুই হাসিনা", "বিচার বিচার বিচার চাই, শাহবাগের বিচার চাই", "শাহবাগী/মবতন্ত্র/ সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও", "জ্বালো রে জ্বালো, আগুন
জ্বালো", "ক্ষমতা না জনতা, জনতা
জনতা", "দালালি না রাজপথ, রাজপথ
রাজপথ", "দিল্লি না ঢাকা, ঢাকা
ঢাকা" ইত্যাদি।
শরীফ
উসমান হাদী বলেন, "কালকে পুলিশের হাতে লাঠি ছিল না, তারা টিয়ারগ্যাস বা সাউন্ড গ্রেনেডও
মারেনি। কিন্তু পুলিশের ওপর হামলা করা হয়েছে। এই পুলিশরা তো
কিছু করেনি, কাউকে ধর্ষণ করেনি। তাহলে তাদের ওপর ক্ষোভ কিসের?" তিনি আরও বলেন, "গতকাল শাহবাগীরা ধর্ষকদের শাস্তির দাবিতে গিয়েছিল, কিন্তু তারা স্লোগান দিয়েছে ড. ইউনূসের বিরুদ্ধে।
তাই পুলিশকে আক্রমণকারী শাহবাগের কসাই লাকি আক্তার ও দেশদ্রোহী সেবাদাসদের
অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।"
তিনি
যোগ করেন, "আজ থেকে আমরা
শাহবাগে অবস্থান নিচ্ছি। আমরা এখানে ইফতার করব। রাস্তা অবরোধ করব না, তবে লাকী আক্তারসহ অন্যদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত
এখান থেকে উঠবো না।"