× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমাদের আক্রমণ করবেন না- আইজিপি

ডেস্ক রিপোর্ট

১৩ মার্চ ২০২৫, ১৩:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, "আমাদের কাজ করতে দিন। অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করবেন না। আমরা তো সমাজ এবং দেশেরই লোক। যদি আমরা আস্থা অর্জন না করতে পারি, তবে কীভাবে সমাজে স্থিরতা আসবে, কীভাবে নিরপেক্ষ ও অবাধ নির্বাচন সম্ভব হবে?" তিনি আরও বলেন, "এটা মোটেও যুক্তিযুক্ত কাজ নয়। এতদিন পর এখন আর আবেগতাড়িত হওয়ার কিছু নেই। পুলিশ কখনোই মানুষের শত্রু নয়। আমি দেশবাসীর কাছে অনুরোধ করি, আমাদের কাজ করতে দিন।"

আজ (১৩ মার্চ) সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শিল্প পুলিশ-২ এর ইউনিটের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি আরও বলেন, "৫ আগস্টের পর আমাদের কী অবস্থা ছিল, তা আপনাদের জানি। কিছু সিনিয়র পুলিশ সদস্য তাদের অতিউৎসাহ এবং রাজনৈতিক আনুগত্যের কারণে পুরো পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে। সারা বিশ্ব এখন বলে, বাংলাদেশ পুলিশ কীভাবে এত নির্মম হয়ে গেল?"

বাহারুল আলম বলেন, "যখন কোনো পুলিশ সদস্য কিছু ভুল করে, তখন এর দায়ভার অবশ্যই আমার ওপর আসে। আমার আত্মীয়স্বজনরা আমাকে প্রশ্ন করেন, 'তোমরা এগুলো (ছাত্র-জনতার আন্দোলন) কী করেছো?' আসলে আমাদের যা করার ছিল, আমরা কিছুই করিনি। বরং কিছুসংখ্যক পুলিশ সদস্যের উচ্চাভিলাষ এবং অন্যায় রাজনৈতিক আনুগত্যের কারণে আমরা মানুষের বিরুদ্ধে গিয়েছি। এর জন্য আমাদের জীবন দিতে হয়েছে। এই দায়ভার যিনি জীবন দিয়েছেন, তার নয়। এই দায়ভার যিনি আদেশ দিয়েছেন, তার। তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.