× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীমাহীন দুর্নীতির অভিযোগ; স্ত্রীসহ মায়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট

১৩ মার্চ ২০২৫, ১৬:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

দুর্নীতির অভিযোগের কারণে চাঁদপুর- আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তার স্ত্রী পারভীন চৌধুরীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (১৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত আদেশ প্রদান করেন।

দুদকের পক্ষে আবেদনটি করেন অনুসন্ধানকারী কর্মকর্তা সাবিকুন নাহার। আবেদনে বলা হয়েছে, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঠিকাদারি কাজ থেকে কমিশন গ্রহণ, দলীয় পদ মনোনয়ন বাণিজ্য, বিভিন্ন সরকারি প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তার স্ত্রী পারভীন চৌধুরী দেশ ত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র বিনষ্ট হওয়ার পাশাপাশি অনুসন্ধানে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। তাই সুষ্ঠু অনুসন্ধানের জন্য তাদের বিদেশ যাত্রা নিষিদ্ধ করা প্রয়োজন ছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.