× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না- স্বরাষ্ট্র সচিব

ডেস্ক রিপোর্ট

১৬ মার্চ ২০২৫, ১৬:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, ১৬ই ডিসেম্বরের মতো বছর ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না। তিনি উল্লেখ করেন, দেশের বর্তমান পরিস্থিতি আনন্দের মেজাজে নেই, এবং সরকার বর্তমানে অন্তর্বর্তী দায়িত্ব পালন করছে, এক ধরনের যুদ্ধ তৎপরতার মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছে।

আজ (১৬ মার্চ) সচিবালয়ে স্বাধীনতা দিবস এবং ঈদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সভা শেষে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

সভা শেষে সিনিয়র সচিব আরও জানান, ঈদকে সামনে রেখে শ্রমিক অসন্তোষ এড়াতে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা ঈদের আগেই পরিশোধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, তৈরি পোশাক খাতের সংগঠনগুলোর সিদ্ধান্তে ঈদে গার্মেন্টস শ্রমিকদের ছুটি ধাপে ধাপে ঘোষণা করা হবে।

স্বাধীনতা দিবস এবং ঈদকে ঘিরে নিরাপত্তা হুমকির বিষয়ে সচিব বলেন, ঝুঁকি সবসময়ই থাকে, তবে আইন-শৃঙ্খলা বাহিনীগুলি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। তিনি চাঁদাবাজি বন্ধসহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.