× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধর্ষণ নিয়ে বক্তব্য; ডিএম‌পি কমিশনারের দুঃখ প্রকাশ

ডেস্ক রিপোর্ট

১৭ মার্চ ২০২৫, ১৩:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ধর্ষণ শব্দ এড়িয়ে চলার বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আজ (১৭ মার্চ) গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার বলেছেন, নারী শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনার সময় তিনি ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছিলেন। তিনি আরও বলেন, "যদি আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ন হন, তবে আমি দুঃখ প্রকাশ করছি।"

এর আগে, শনিবার গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে শেখ মো. সাজ্জাত আলী বলেছিলেন, "ধর্ষণ" শব্দটির পরিবর্তে "নারী নির্যাতন" বা "নারী নিপীড়ন" ব্যবহার করতে। তিনি একটি অনুষ্ঠানে বলেন, "আমি দুটি শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো ধর্ষণ। আপনাদের কাছে অনুরোধ, এটি ব্যবহার করবেন না। আপনিনারী নির্যাতনবানিপীড়নবলবেন, কারণ আমাদের আইনেও নারী শিশু নির্যাতন বলা হয়েছে। যে শব্দগুলো শুনতে খারাপ লাগে, সেগুলো আমরা না বলি।"

তার এই বক্তব্যের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। পুলিশের উচ্চপদস্থ একজন কর্মকর্তার এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অনেকে অভিযোগ করেন যে, তিনি ধর্ষকের পক্ষ নিয়েছেন।

এদিকে, রোববার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় ডিএমপি কমিশনারের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়। সেখানে বলা হয়, "ধর্ষণ মানে ধর্ষণ, তা বছর বয়সী শিশুর বিরুদ্ধে হোক বা ৮০ বছর বয়সী বৃদ্ধার বিরুদ্ধে, এই জঘন্য অপরাধকে তার যথাযথ নামেই ডাকা উচিত।" বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.