× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল- প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

১৭ মার্চ ২০২৫, ১৫:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল, তবে এখন তাদের আলোময় বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে হবে। 

আজ (১৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, পুলিশ সদস্যরা সম্মুখ সারির মানুষ এবং তাদের অবহেলা করে দেশের উন্নতি সম্ভব নয়। 

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘‘আইন সঠিকভাবে প্রয়োগ এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না।’’ তিনি আরও উল্লেখ করেন, ‘‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে, দেশের উন্নয়ন পরিকল্পনাগুলো কার্যকর হবে না। নতুন বাংলাদেশ গড়তে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’’

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘‘নির্বাচন যতই কাছে আসবে, ষড়যন্ত্র ততই তীব্র হবে। সেজন্য পুলিশকে সতর্ক থাকতে হবে। আমরা যুদ্ধাবস্থায় আছি, এটি মনে রেখে পুলিশকে তাদের দায়িত্ব পালন করতে হবে। এই যুদ্ধাবস্থার সুযোগে শান্তি নষ্টের চেষ্টা করবে ষড়যন্ত্রকারীরা।’’ 

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘‘বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। তবে আমরা এখন পর্যন্ত তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে পারিনি। তবে জুলাই আন্দোলনের মাধ্যমে নতুনভাবে দেশ গড়ার সুযোগ এসেছে। এই সম্ভাবনাকে যেন আমরা হেলায় না হারাই।’’

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমও বক্তব্য রাখেন। মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.