বন
ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন, নারী ও শিশু নির্যাতন
দমন আইনের সংশোধনীর বিষয়ে সরকার নীতিগত অনুমোদন দিয়েছে।
আজ
(১৭ মার্চ) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে
তিনি এই তথ্য জানান।
উপদেষ্টা
বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায়
এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে আইনটির সংশোধন নিয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তিনি
আরও জানান, ধর্ষণের বিচারের বিলম্বের প্রধান কারণ হচ্ছে পর্যাপ্ত ডিএনএ ল্যাবের অভাব। আজকের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চট্টগ্রাম এবং রাজশাহীতে আরও দুটি ডিএনএ ল্যাব স্থাপন করা হবে।
রিজওয়ানা
হাসান বলেন, বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে, যাতে ধর্ষণসহ অন্যান্য মামলার বিচার ত্বরান্বিত করা যায়।
দ্রব্যমূল্যের
বিষয়ে উপদেষ্টা বলেন, বর্তমানে দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে এবং এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত
কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যেন এটি আরও স্থিতিশীল রাখা হয়।
তিনি
আরও বলেন, মাজার ভাঙার ঘটনা নিয়ে নৈরাজ্য চলছে এবং এ ধরনের কর্মকাণ্ড
সরকার আর কোনোভাবেই গ্রহণ
করবে না। এর সঙ্গে জড়িতদের
বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।