× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন দলের নিবন্ধন বিষয়ে নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি স্থগিত করল হাইকোর্ট

ডেস্ক রিপোর্ট

১৮ মার্চ ২০২৫, ১২:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে, এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ (১৮ মার্চ) বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ আদেশ দেন।

গতকাল (১৭ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম হাইকোর্টে এই বিষয়ে একটি রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয়েছে।

হাসনাত কাইয়ুম বলেন, রিটে কয়েকটি বিষয় চ্যালেঞ্জ করা হয়েছে। তার মধ্যে একটি হলো, নির্বাচন কমিশনের আইনে বলা আছে যে, রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কমপক্ষে ১০০টি উপজেলা ২২টি জেলায় দলের কমিটি থাকতে হবে। তবে পাহাড়ি জনসংখ্যা অধ্যুষিত তিনটি জেলায় মোট ২০টি উপজেলা রয়েছে, যা অনুযায়ী পাহাড়ি জনগোষ্ঠী রাজনৈতিক দল গঠন করতে পারবে না, এমনকি আঞ্চলিক দলও গঠন করতে পারবে না। ইসির বর্তমান আইন তাদের রাজনৈতিক দল গঠনের অধিকার থেকে বঞ্চিত করেছে, এবং কারণে এই বিষয়টি রিটে উল্লেখ করা হয়েছে।

এছাড়া রিটে ইসির গণবিজ্ঞপ্তি বাতিলের নির্দেশনা চাওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশন গত ১০ মার্চ রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য একটি গণবিজ্ঞপ্তি জারি করে, যাতে ২০ এপ্রিলের মধ্যে নিবন্ধন পেতে রাজনৈতিক দলগুলোর আবেদন করার আহ্বান জানানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.