আগামী ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন উপলক্ষে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি করছে। এই বিশেষ ব্যবস্থায় বিক্রির পঞ্চম দিনে, প্রথম ৩০ মিনিটে রেলওয়ে ই-টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে মোট সোয়া কোটি হিট হয়েছে টিকিটপ্রত্যাশীদের। এ সময়ে ঢাকাসহ সারা দেশে প্রায় ৩৪ হাজার ৩৫৬টি আসনের টিকিট বিক্রি হয়েছে।
আজ (১৮ মার্চ) সকালে বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্র বিষয়টি গণমাধ্যমকে জানায়।
আজ বিক্রি হচ্ছে ঈদযাত্রার ২৮ মার্চের টিকিট। সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। প্রথম ৩০ মিনিটে ঢাকা থেকে বিক্রি হয়েছে ১৪ হাজার ৫২২টি টিকিট, আর সারা দেশে বিক্রি হয়েছে ১৯ হাজার ৮৩৪টি টিকিট। প্রথম ৩০ মিনিটে ঢাকাসহ সারা দেশে মোট ৩৪ হাজার ৩৫৬টি টিকিট বিক্রি হয়েছে।
এছাড়া, ২৮ মার্চের জন্য ঢাকা থেকে ট্রেনের মোট আসন ৩৩ হাজার ১৯৯টি এবং সারা দেশের সব ট্রেনের মোট আসন এক লাখ ৭৫ হাজার ৬৩০টি।