× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রোগীর বেশধারী ভারতীয় নাগরিক থেকে ২০ কেজি কসমেটিক্স ও মদ জব্দ

ডেস্ক রিপোর্ট

১৮ মার্চ ২০২৫, ১৩:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় এক নাগরিকের কাছ থেকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা মদ কসমেটিকস পণ্য উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। হুইল চেয়ারে বসে অসুস্থ রোগীর বেশে তিনি বিমানবন্দর ত্যাগ করার সময় এই পণ্যগুলো উদ্ধার করা হয়।

গতকাল (১৭ মার্চ) রাতে ভারতের কলকাতা থেকে নজরুল হক নামের এক যাত্রী বিমানের সিসিইউ ইউনিটে ঢাকায় আসেন। আজ (১৮ মার্চ) কাস্টম হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

জব্দ করা পণ্যগুলোর মধ্যে রয়েছে ২০ কেজি কসমেটিকস পণ্য, লিটার মদ, ৩টি মোবাইল ফোন পিস কাপড়।

কাস্টমস কর্মকর্তার মতে, পণ্য উদ্ধার করা থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল, সিসিইউতে আসা রোগীর ছদ্মবেশে নজরুল হক অবৈধ পণ্য বহন করছিলেন। এমন কিছু লোকের কারণে সাধারণ যাত্রীরা হয়রানির শিকার হন।

কাস্টমস সূত্রে জানা গেছে, ভারত থেকে আসা ইন্ডিগোর একটি বিমান রাতের সময় অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় নজরুল হক হুইল চেয়ারে বসে বিমানবন্দর ত্যাগ করার চেষ্টা করছিলেন। কাস্টমস হাউসের প্রিভেন্টিভ দল তাকে চেক করে বিভিন্ন কৌশলে লুকানো মদের বোতল মোবাইল উদ্ধার করে। মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.