× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুলাই অভ্যুত্থানে হামলায় জড়িত জাবির ২৮৯ ছাত্রলীগ নেতাকর্মী সাময়িক বহিষ্কার, ৯ শিক্ষক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট

১৮ মার্চ ২০২৫, ১৫:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২৮৯ ছাত্রলীগ নেতাকর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। হামলায় মদদ দেয়ার অভিযোগে শিক্ষক এবং কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন।

আজ (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে রাত ৩টার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান তথ্য জানান। তিনি বলেন, "ছাত্রলীগের যেসব নেতাকর্মীর ছাত্রত্ব শেষ হয়েছে, তাদের সনদ স্থগিত করা হবে। যারা পরীক্ষা ভাইভা দিয়েছে, তাদের ফলাফল স্থগিত করা হবে, এবং নিয়মিত শিক্ষার্থীদের সাময়িকভাবে বহিষ্কার করা হবে।"

এছাড়া প্রাথমিক তদন্তে আরও ১০ শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে বিস্তারিত তথ্য-প্রমাণ সংগ্রহ করতে ছয়টি স্ট্রাকচারাল কমিটি গঠন করা হয়েছে, যা প্রতিটি অনুষদের ভিত্তিতে কাজ করবে।

এদিকে হামলার ঘটনায় অভিযুক্তদের মধ্যে তৎকালীন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসান অবসরে চলে যাওয়ায় তাদের পেনশন সুবিধা স্থগিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে, বলে জানিয়েছেন উপাচার্য।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.