× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেখ পরিবারের ৩৯৪ কোটি টাকা ফ্রিজ

ডেস্ক রিপোর্ট

১৮ মার্চ ২০২৫, ১৫:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি টাকা ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব। আজ (১৮ মার্চ) দুদকের আবেদন মেনে এই আদেশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, শেখ হাসিনা, জয়, পুতুল, শেখ রেহানা এবং তাদের সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের মোট ৩৯৪ কোটি ৬০ লাখ ৭৩ হাজার টাকা অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তাদের সংশ্লিষ্ট হিসাবের অস্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের জন্য এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন। তদন্ত কর্মকর্তার দাবি, অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের অস্থাবর সম্পত্তির মালিকানা পরিবর্তন বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যাতে না হয়, এজন্য এই অবরুদ্ধকরণের আবেদন করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.