মিয়ানমারের
সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু জুনুনী এবং তার ৫ সহযোগীকে গ্রেফতার
করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ১৭ মার্চ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।
আজ
(১৮ মার্চ) গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়, যেখানে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দুইটি মামলার জন্য ১০ দিনের রিমান্ড
মঞ্জুর করেন।
পুলিশ
জানায়, ১৭ মার্চ সিদ্ধিরগঞ্জের
একটি বাড়িতে গোপন বৈঠকের সময় নাশকতার পরিকল্পনা করতে গিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় নগদ
২১ লাখ ৩৯ হাজার টাকা
উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে দুটি নাশকতার মামলা দায়ের করে। গ্রেফতারকৃতদের দেশের বিভিন্ন এলাকায় নাশকতা এবং অন্যান্য অপরাধ সংঘটনের পরিকল্পনা ছিল বলে জানায় পুলিশ।