× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বগুড়া থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট

১৯ মার্চ ২০২৫, ১৩:৪৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

বগুড়ায় দুই পরিবহন শ্রমিক নেতাকে মারধরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন বুধবার (১৯ মার্চ) সকাল থেকে ঢাকা ও অন্যান্য রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এর ফলে টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। আগাম ঘোষণা না থাকায় অনেকেই টার্মিনালে গিয়ে ফিরে যান, আবার কিছু যাত্রী ভেঙে ভেঙে গন্তব্যে রওনা দেন, যার ফলে অতিরিক্ত সময় ও ভাড়া গুনতে হয়।

এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে মোটর শ্রমিকরা স্টেশন রোড এলাকায় নারিকেলের আড়তে ভাঙচুর চালান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। 

শ্রমিকরা জানায়, মঙ্গলবার দুপুরে শহরের স্টেশন রোডে তাদের অফিসের কাছে সিএনজি রাখাকে কেন্দ্র করে নারিকেলের আড়তদারদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং নির্বাহী সদস্য হযরত আলীকে মারধর করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.