× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুলিশের কল্যাণে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা

ডেস্ক রিপোর্ট

১৯ মার্চ ২০২৫, ১৭:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাঠ পর্যায়ে কাজ করা পুলিশ কর্মকর্তাদের কল্যাণে পাঁচটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

আজ (১৯ মার্চ) তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে এক আলোচনা সভায় এ নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা গত ১৭ মার্চ মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একটি সভায় অংশ নেন। ওই সভায় কর্মকর্তারা তাদের সুবিধা-অসুবিধার কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে কী পদক্ষেপ নেয়া যেতে পারে, তা নিয়ে আজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময়, প্রধান উপদেষ্টা তৃণমূল পর্যায়ে কাজ করা পুলিশ কর্মকর্তাদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। নির্দেশনাগুলো হলো-

১। ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা।

২। পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজন ভ্যান কেনার উদ্যোগ নেওয়া।

৩। পুলিশের চলমান নির্মাণ প্রকল্প যেগুলোর কাজ ৭০% এর নিচে সম্পাদিত হয়ে আছে সেগুলোতে অর্থ ছাড় করা।

৪। ভাড়াকৃত ভবনে অবস্থিত ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা।

৫। পুলিশের এসআই ও এএসআই র‍্যাংকের কর্মকর্তাদের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা।

প্রধান উপদেষ্টা জানান, কর্মক্ষমতার ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণিভুক্ত করা হবে এবং যাদের পারফরম্যান্স অপেক্ষাকৃত কম, তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশকে এখন থেকেই প্রস্তুতি নিতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.