× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাম ফিরে পেল ‘জিয়া উদ্যান’

ডেস্ক রিপোর্ট

১৯ মার্চ ২০২৫, ১৭:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর শেরে-বাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল 'জিয়া উদ্যান' এর নাম পুনরায় বহাল করা হয়েছে। সম্প্রতি গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়লা আহমেদ সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের উপদেষ্টা পরিষদের বৈঠকের ১২. অনুচ্ছেদ অনুযায়ী শেরে-বাংলা নগর, ঢাকায় অবস্থিতচন্দ্রিমা উদ্যাননামকরণের পরিবর্তে পূর্বের নাম 'জিয়া উদ্যান' পুনর্বহাল করা হলো।

এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 'জিয়া উদ্যান' এর নাম পরিবর্তন করে 'চন্দ্রিমা উদ্যান' রাখা হয়েছিল। তবে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পর পূর্বের নাম 'জিয়া উদ্যান' পুনরায় বহাল করা হলো।

রাজধানীর অন্যতম প্রধান দর্শনীয় স্থানজিয়া উদ্যান' ৭৪ একর জমির ওপর অবস্থিত এবং জাতীয় সংসদ ভবনের পাশেই এটি বিস্তৃত। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি রয়েছে এবং এটি একটি মাজার কমপ্লেক্সে পরিণত হয়েছে। প্রতিদিন অনেক দর্শনার্থী পরিবারসহ এখানে জিয়ারত করতে আসেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.