× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুরুতর অসদাচরণের অভিযোগে হাইকোর্টের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ

ডেস্ক রিপোর্ট

২০ মার্চ ২০২৫, ১১:৪১ এএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে গুরুতর অসদাচরণের অভিযোগে অপসারণ করা হয়েছে। গতকাল (১৯ মার্চ) বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এর দফা () অনুযায়ী বিচারপতি খিজির হায়াতকে ১৮ মার্চ তারিখে হাইকোর্ট বিভাগের বিচারক পদ থেকে অপসারণ করেছেন।

খিজির হায়াত ১৯৬৭ সালের ২৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন সম্পন্ন করেন। ১৯৯৭ সালের আগস্ট তিনি ঢাকা জেলা জজ কোর্টে যোগ দেন এবং ২০০১ সালের ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০১৮ সালের ৩১ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী পদে নিয়োগ লাভ করেন।

গত বছর (২০২৩) ২০ অক্টোবর, ‘দলবাজ, দুর্নীতিবাজ ফ্যাসিস্টের দোসরবিচারপতিদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে, হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়। সেই ১২ বিচারপতির মধ্যে বিচারপতি খিজির হায়াতও ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.