ব্যবসায়ী
অনন্ত জলিলের দাবি অনুযায়ী, পোশাক কারখানা সংশ্লিষ্ট ২৪০টি গ্রুপ বন্ধ হয়ে গেছে, তবে এটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি গতকাল (১৯ মার্চ) রাতে
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই
বিষয়টি পরিষ্কার করেছেন।
শফিকুল
আলম বলেন, "অনন্ত জলিল যদি সরকারের কাছ থেকে কোনো সুবিধা লাভের চেষ্টা করেন, তবে তাকে আগে সঠিক তথ্য সংগ্রহ করা উচিত। তার দাবি, ২৪০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এবং বাংলাদেশে প্রতিদিন কারখানা বন্ধ হচ্ছে—এটি পুরোপুরি মিথ্যা। তদুপরি, হাজার হাজার মানুষ চাকরি হারানোর যে অভিযোগ তিনি
করেছেন, তা ভুল তথ্য।"
তিনি
আরও বলেন, "যদি সরকার মিথ্যা দাবি করে থাকে, তবে অনন্ত জলিলকে তার তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন
করার আহ্বান জানাই। প্রকৃত তথ্য হলো, গত সাত মাসে
বাংলাদেশের রফতানি ১১ শতাংশ বৃদ্ধি
পেয়েছে এবং স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশের
রিপোর্ট অনুযায়ী, এই সপ্তাহে গাজীপুর,
আশুলিয়া ও সাভারের ৯৯
শতাংশ কারখানা খোলা ছিল।"