× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সংস্কার নিয়ে কোনো চাপ নেই- আলী রীয়াজ

ডেস্ক রিপোর্ট

২০ মার্চ ২০২৫, ১৩:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

সংস্কার আগে নির্বাচন হবে কি না, এমন প্রশ্নে কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ। আজ (২০ মার্চ) সকাল ১০টায় সংসদ ভবনে অবস্থিত নিজ কার্যালয়ে তিনি কথা বলেন।

আলী রীয়াজ জানান, জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার নিয়ে কোনো চাপ অনুভব করছে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে এবং আগামী দুই-একদিনের মধ্যে বিএনপির সাথে বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলের সাথে আলোচনা অব্যাহত থাকবে এবং যেসব বিষয়ে তাদের মতবিরোধ রয়েছে, সেগুলোর উপরেও আলোচনা করা হবে। এই আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য তৈরি হবে।

এর আগে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংস্কার প্রস্তাবের লিখিত কপি জমা দেয়া হয়। দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে তারা প্রস্তাব জমা দেয়।

এদিকে, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টি করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আজ থেকে শুরু হচ্ছে। ২৪ মার্চের মধ্যে ঈদের আগেই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী, আগামী সপ্তাহে আরও দুটো দলের সাথে আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.