× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈদে টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারিরা

ডেস্ক রিপোর্ট

২০ মার্চ ২০২৫, ১৪:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

আগামী ৩ এপ্রিল ছুটির ঘোষণা দিয়েছে সরকার, যার ফলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারিরা টানা ৯ দিন ছুটি পাবেন। 

আজ (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। এই সম্ভাব্য তারিখ ধরে জনপ্রশাসন মন্ত্রণালয় আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে। সেই অনুযায়ী, কাগজপত্রে ২৯ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে।

পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ঈদুল ফিতরের ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল, বৃহস্পতিবার। এরপর সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ছিল। তবে ৩ এপ্রিল ছুটি ঘোষণা করায় সরকারি কর্মকর্তা-কর্মচারিরা টানা ৯ দিন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন।

এদিকে, নির্ধারিত ছুটির আগের দিন ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এবং পবিত্র শবে কদরেরও ছুটি। ফলে বাস্তবে ছুটি শুরু হবে ২৮ মার্চ থেকে। এছাড়া, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটির পর পরদিন ২৭ মার্চ অফিস খোলা থাকবে, যা ছুটির সুযোগ আরও বাড়িয়ে দিয়েছে।

সরকারি ছুটির বিধিমালা অনুযায়ী, দুটি ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই, তবে টানা ছুটি হিসেবে গণ্য হলে তা নেওয়া যাবে। তবে অর্জিত ছুটি অথবা ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। ঐচ্ছিক ছুটি নিতে হলে কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী তিন দিনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে, এবং সাধারণ বা নির্বাহী আদেশের ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি ভোগের অনুমতি দেয়া যেতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.