× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিচারের দাবিতে হেফাজত ও খেলাফত মজলিসের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট

২১ মার্চ ২০২৫, ১৫:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ এবং খেলাফত মজলিস। আজ (২১ মার্চ) জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে তারা সালাম ফিরিয়ে নারায়ে তাকবির স্লোগান দিয়ে পল্টন মোড়ের দিকে মিছিল বের করেন।

ইসলামী দলগুলোর ডাকা এই বিক্ষোভ মিছিলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায় যৌথ বাহিনী সতর্ক অবস্থানে ছিল। সরেজমিনে দেখা যায়, পল্টন মোড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান, এপিসি কার দুটি প্রিজন ভ্যান রাখা হয়েছে। এছাড়া, বাইতুল মোকাররম মসজিদের প্রবেশমুখে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে এবং নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের দেখা গেছে।

মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের ব্যাগ তল্লাশি করতে পুলিশ সদস্যদের দেখা যায়, পাশাপাশি সাদা পোশাক পরিহিত মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা জ্যাকেট পরে উপস্থিত ছিলেন।

এদিকে, পূর্বঘোষণা অনুযায়ী হেফাজত ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল আয়োজন করেছিল। মিছিলটি ছাত্রশিবির জামায়াতের সদস্যদের উপস্থিতিতে আরো উত্তেজনা তৈরি করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.