× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণহত্যার বছর না ঘুরতেই আ.লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক- আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট

২১ মার্চ ২০২৫, ১৬:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর উদ্যোগ নেয়া হচ্ছেএমন অভিযোগ তুলেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার এই অভিযোগের পরদিন একই বিষয়ে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের আরেক সংগঠক এবং বর্তমানে অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া।

আজ (২১ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আসিফ মাহমুদ ভূঁইয়া বলেন, "আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার পরিকল্পনা অত্যন্ত বিপজ্জনক।" তিনি আরও লিখেছেন, “আমরা কবে থেকে জার্মানি বা ইতালির থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম? গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ইচ্ছা বিপজ্জনক।

এর আগে, বৃহস্পতিবার গভীর রাতে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে মন্তব্য করেন, "আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হলে আমাদের লাশের উপর দিয়ে আনতে হবে।"

এদিকে, শুক্রবার ভোরে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফেসবুকে লিখেছেন, "আওয়ামী লীগের চ্যাপ্টার ৩৬ জুলাই ক্লোজড হয়ে গিয়েছে। নতুন করে ওপেন করার কোনো অবকাশ নেই।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.