× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হজ-ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে- ধর্ম উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

২১ মার্চ ২০২৫, ১৭:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা খালিদ হোসেন বলেছেন, হজ ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিটের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। এখন থেকে গ্রুপ টিকিট বুকিং করে অতিরিক্ত দামে বিক্রি করার সুযোগ থাকবে না। যাত্রীর পাসপোর্ট নম্বর দিয়ে টিকিট বুকিং করতে হবে এবং তিন দিনের মধ্যে টিকিট ইস্যু না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ বা ত্রিগুণ দাম বাড়ানোর ব্যবস্থা আর করা যাবে না, বিষয়ে একটি নীতিমালা তৈরি করা হয়েছে।

আজ (২১ মার্চ) কক্সবাজারে জেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, মসজিদটি একটি বহুমাত্রিক কার্যক্রমের কেন্দ্র হবে, যেখানে একসঙ্গে ১১০০ পুরুষ নামাজ আদায় করতে পারবেন। মসজিদে মহিলা এবং শারীরিক দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আলাদা অজুখানা নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া গাড়ি পার্কিং, মৃত ব্যক্তিদের গোসলের ব্যবস্থা, কনফারেন্স রুম, অডিটোরিয়াম, কোরআন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, পাঠাগার এবং ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, কক্সবাজারে দীর্ঘদিন ধরে সম্প্রীতির পরিবেশ বিরাজ করছে এবং এখানে সাম্প্রদায়িক উত্তেজনা বা ভুল বুঝাবুঝি নেই। এই মসজিদটি কক্সবাজারে ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেবে।

উল্লেখ্য, দেশের ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের জন্য সাড়ে হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ইতোমধ্যে ৩৫০টি মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.