× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ থেকে ঈদের ট্রেনযাত্রা শুরু

ডেস্ক রিপোর্ট

২৪ মার্চ ২০২৫, ১০:৩৫ এএম । আপডেটঃ ২৪ মার্চ ২০২৫, ১০:৩৬ এএম

ছবিঃ সংগৃহিট।

এবারের ঈদুল ফিতরের ট্রেনযাত্রা আজ (২৪ মার্চ) থেকে শুরু হয়েছে। সকালে ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার মাধ্যমে এই বিশেষ যাত্রা শুরু হয়।

বাংলাদেশ রেলওয়ে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ট্রেন চলাচল করবে বিশেষ ব্যবস্থায়। গত ১৪ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত আগাম টিকিট বিক্রি করা হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে।

এছাড়া, বিনা টিকিটের যাত্রীদের প্রতিরোধে কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুরসহ দেশের অন্যান্য স্টেশনে স্থানীয় পুলিশ র‍্যাবের সহযোগিতায় কঠোর প্রহরার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, ঈদের আগমনের কারণে অনেকেই আগেভাগে বাড়ির পথে যাত্রা করছেন, যাতে পরে গিয়ে ভোগান্তি না বাড়ে। রাজধানী ঢাকার অনেক বাসিন্দা পরিবারসহ ট্রেনে ঈদে বাড়ি যাওয়ার আনন্দও প্রকাশ করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.