× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তামিম ইকবালের খোঁজ রাখছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

২৪ মার্চ ২০২৫, ১৫:০১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ (২৪ মার্চ) দুপুর ১টা ৪৩ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি বিবৃতি পোস্ট করা হয়েছে, যেখানে তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, "সোমবার বিকেএসপিতে একটি ম্যাচ খেলতে গিয়ে গুরুতর হার্ট অ্যাটাকের শিকার হওয়া তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন প্রধান উপদেষ্টা।"

প্রধান উপদেষ্টার পক্ষে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেছেন। নিজাম উদ্দিন জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিমকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তামিমের শারীরিক অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে এনজিওগ্রাম করা হয়।

তিনি আরও বলেন, "বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং এই খেলোয়াড়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় যেকোনো সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।"

তামিম ইকবালের শারীরিক অবস্থার বিষয়ে প্রধান উপদেষ্টা নিয়মিত আপডেট রাখছেন বলেও জানান নিজাম উদ্দিন।

এদিন, সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নামেন তামিম। টসের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম। মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, তবে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সবশেষ তথ্যে জানা গেছে, গাজীপুরের কেপিজি হাসপাতালে তামিম ইকবালের বুকে রিং প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে এবং তার জ্ঞান ফিরেছে।।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.