× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

২৫ মার্চ ২০২৫, ১২:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (২৫ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যেখানে সাতজন বিশিষ্ট ব্যক্তিকে তাদের জাতীয় পর্যায়ের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কার তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূস।

এবারের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্ট ব্যক্তির তালিকা হলো:

- বিজ্ঞান প্রযুক্তিতে: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)

- সাহিত্যে: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)

- সংস্কৃতিতে: নভেরা আহমেদ (মরণোত্তর)

- সমাজসেবায়: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)

- মুক্তিযুদ্ধ সংস্কৃতিতে: মোহাম্মদ মাহবুবুল হক খান (আজম খান) (মরণোত্তর)

- শিক্ষা গবেষণায়: বদরুদ্দীন মোহাম্মদ উমর

- প্রতিবাদী তারুণ্যে: আবরার ফাহাদ (মরণোত্তর)

গত ১১ মার্চ রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের নাম মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত হয়েছিল।

এবারের পুরস্কারের জন্য একমাত্র জীবিত ব্যক্তি বদরুদ্দীন মোহাম্মদ উমর পুরস্কার গ্রহণ থেকে বিরত থাকার ঘোষণা দেন, কারণ তিনি তাঁর জীবনে কখনও কোনো পুরস্কার গ্রহণ করেননি। তার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সরকার তার পুরস্কারের একটি রেপ্লিকা জাতীয় জাদুঘরে রাখবে, এমনটি অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব . শেখ আব্দুর রশীদ। তিনি অনুষ্ঠানে বলেন, “স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এই পুরস্কারটি ২০২৪ সাল পর্যন্ত ৩২৪ জন ব্যক্তি এবং ৩২টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.