× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২৪’র অভ্যুত্থান ৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে- উপদেষ্টা আসিফ

ডেস্ক রিপোর্ট

২৬ মার্চ ২০২৫, ১৩:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

৭১ সালে দেশকে জন্ম দেওয়া হয়েছিল, এবং আমরা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিলাম। আমরা বিশ্বাস করি, ২৪-এর গণঅভ্যুত্থান সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।

আজ (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, “চব্বিশের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান ৭১-এ অর্জিত স্বাধীনতাকে রক্ষা করেছে। এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও থাকবে। কখনোই এই স্বাধীন ভূখণ্ডে মানুষের মধ্যে পরাধীনতার অনুভূতি হবে না।”

৭১-এর স্বাধীনতা সংগ্রাম এবং ২৪-এর আন্দোলন নিয়ে তিনি বলেন, “৭১-এ আমরা দেশ পেয়েছি, স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু বিগত ১৬ বছরে স্বাধীনতার যে ধারণা ছিল, তা নষ্ট হয়ে গেছে। আমরা মনে করি, দেশের প্রতিটি নাগরিক যতক্ষণ না বুঝবে যে সে স্বাধীন, তার বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা আছে, ততক্ষণ পর্যন্ত একটি ভূখণ্ড স্বাধীন হলেও তা তেমন উপকারে আসবে না। আমরা বিশ্বাস করি, ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.