× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

২৬ মার্চ ২০২৫, ১৪:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

চার দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (২৬ মার্চ) দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সফরের বিস্তারিত পরিকল্পনা অনুযায়ী, ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত চীন সফর করবেন ড. ইউনূস। ২৬ মার্চ (বুধবার) দুপুরে চীনের পাঠানো একটি উড়োজাহাজে ঢাকা ত্যাগ করবেন তিনি। সফরের প্রথম দিন ২৭ মার্চ, চীনের হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে অংশগ্রহণ করবেন, যেখানে সম্মেলনের উদ্বোধনী সেশনে তিনি বক্তব্য দেবেন। একই দিনে তার চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের সঙ্গে বৈঠক হতে পারে।

২৮ মার্চ, বেইজিংয়ে ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। এ দিন হুয়াওয়ে কোম্পানির উচ্চ-প্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজও পরিদর্শন করবেন তিনি। ২৯ মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তৃতা দেবেন। পরে বেইজিং থেকে একটি ফ্লাইটে ঢাকায় ফিরবেন তিনি।

ড. ইউনূসের এই সফরে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সফরে চীন বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেয়ার ঘোষণা দিতে পারে, যা কয়েকটি প্রকল্পের অর্থায়নে ব্যবহৃত হবে। এছাড়া, মোংলা বন্দরের আধুনিকীকরণ সম্পর্কিত অর্থায়নের বিষয়ে আলোচনা হতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.