× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

২৬ মার্চ ২০২৫, ১৯:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

চীনে চার দিনের রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি চীনের হাইয়ান বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর কিওনগাই বো।

চীনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে, বুধবার দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা যাত্রা শুরু করেন। এ সময় তিনি চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকও করেন।

প্রধান উপদেষ্টা তার সফরের গুরুত্ব সম্পর্কে বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং উভয় দেশের মধ্যে সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে। 

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, প্রধান উপদেষ্টা আগামী ২৭ মার্চ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত ‘বোও ফোরাম ফর এশিয়ার’ বার্ষিক সম্মেলনের পেনিং প্ল্যানারিতে অংশগ্রহণ করবেন। এই সফরে কোনো চুক্তি সই হওয়ার সম্ভাবনা নেই, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.