× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শুধু আ.লীগ নয়, নিষিদ্ধ ঘোষিত যেকোন দলের অপচেষ্টা প্রতিরোধে প্রস্তুত ডিএমপি

ডেস্ক রিপোর্ট

৩০ মার্চ ২০২৫, ১২:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

শুধু আওয়ামী লীগ নয়, নিষিদ্ধ ঘোষিত যেকোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জাতীয় ঈদগাহে ঈদের জামায়াতকে কেন্দ্র করে নেয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

আজ (৩০ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে এসব কথা জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, এই ঈদে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই, তবে সব ধরনের সম্ভাব্য চ্যালেঞ্জ মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানসহ রাজধানীর অন্যান্য ঈদ জামাতের নিরাপত্তার জন্য পাঁচ স্তরের ব্যবস্থা নেয়া হয়েছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, সারা দেশের মতো ঢাকায়ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে, যেখানে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যরা এবং বিশিষ্ট ব্যক্তিরা নামাজ আদায় করবেন।

নিরাপত্তার জন্য এবার ১৫ হাজার পুলিশ সদস্য ছাড়াও সিটিটিসি, এটিইউ, সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। এছাড়া শতাধিক সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারিও রাখা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.